
এইচ এম এরশাদ কুয়েত প্রতিনিধি; দক্ষিণ আফ্রিকার সরকার ইসরায়েলের বিরুদ্ধে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে বলেছে, এটি “অনাহারকে যুদ্ধের অস্ত্র” হিসেবে ব্যবহার করার শামিল। বুধবার (৫ মার্চ) দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অভিযোগ তুলে ধরে।
বিবৃতিতে বলা হয়, “রবিবার থেকে গাজায় খাদ্যসহ মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা ইচ্ছাকৃতভাবে অনাহার সৃষ্টি করে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহারের নজির। আন্তর্জাতিক আদালত ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য গণহত্যার অভিযোগের শুনানি করছে, এবং এটি সেই ধারাবাহিকতারই অংশ।”
দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয় উল্লেখ করে বলেছে, গাজার মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। ফলে জরুরি ভিত্তিতে খাদ্য ও ওষুধ প্রবেশ নিশ্চিত করা প্রয়োজন।
উল্লেখ্য, গাজায় চলমান সংঘাতের মধ্যে বহু নিরীহ ফিলিস্তিনি দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক মহল থেকে ইসরায়েলের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।










