চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মোঃ সাইফুল ইসলাম (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেল ৩টা ২৫ মিনিটে ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ বাবার আলীর সমন্বয়ে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামির বাড়িতে হানা দেয়। অভিযানে তার বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত শাহাদৎ হোসেন ও মৃত মনোয়ারা খাতুনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আলমডাঙ্গা থানায় মামলা (নং- ০৫, তারিখ- ০৫/০৩/২০২৫) দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে আলমডাঙ্গা থানার ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই অভিযানের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করেছি যে, মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।"
আটককৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।