
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলমডাঙ্গার ইফতার বাজারে বেড়েছে ব্যস্ততা। বাজারজুড়ে চলছে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ত সমাগম, আর বাহারি ইফতার সামগ্রীর পসরা নিয়ে ব্যবসায়ীরা জমিয়ে বসেছেন দোকান।
সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইফতার বাজারে ভিড় বাড়তে থাকে। খেজুর, পিয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি, জিলাপি, বিভিন্ন ধরনের শরবতসহ নানা মুখরোচক খাবার বিক্রি হচ্ছে দেদারসে। বিক্রেতারা বলছেন, এবার ইফতার সামগ্রীর চাহিদা বেশ ভালো, ক্রেতারাও সন্তুষ্ট মনেই কেনাকাটা করছেন।
ক্রেতাদের একজন মাহমুদুল হাসান বলেন, “রমজান মাসে প্রতিদিন ইফতার করতে নতুন কিছু খাবার দরকার হয়। এখানে সবকিছুই হাতের কাছে পাওয়া যাচ্ছে, দামও মোটামুটি সহনীয়।”
বাজারের বিক্রেতা ফুড গার্ডেনের মালিক জানান, “এবার ইফতার বাজার বেশ ভালো চলছে। রোজাদাররা পছন্দমতো খাবার কিনছেন, আমরাও মানসম্মত খাবার সরবরাহের চেষ্টা করছি।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানা গেছে। খাদ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে নজরদারি রাখা হচ্ছে, যাতে কেউ অতিরিক্ত দাম না নিতে পারে এবং ভেজালমুক্ত খাবার বিক্রি নিশ্চিত হয়।
রমজানের প্রথম থেকেই আলমডাঙ্গার ইফতার বাজারে চাঞ্চল্য দেখা গেছে। রোজাদারদের জন্য সুবিধাজনক পরিবেশে ইফতার সামগ্রী কেনার সুযোগ থাকায় সাধারণ মানুষও সন্তুষ্ট।










