
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের চরযাদপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এস-৯জি সেচ খালের বাম পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোঃ বজলু হককে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
আজ ৫ মার্চ ২০২৫ (মঙ্গলবার), আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জরিমানার পাশাপাশি অভিযুক্ত মোঃ বজলু হক খননকৃত স্থান নিজ খরচে ভরাট করার প্রতিশ্রুতি দিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সেচ খালের পাড় কাটা হলে আশপাশের জমির সেচব্যবস্থা ব্যাহত হয় এবং ভৌগোলিক ভারসাম্য নষ্ট হয়। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়রা প্রশাসনের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ মাটি কাটা বন্ধ হলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কমবে এবং খালের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে।
ভিউ: ৩২৪










