তৌহিদ : মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্হায়ী ক্যাম্পাস নির্মানের দাবীতে জেলার সর্বস্তরের জনগণ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত। মঙ্গলবার ৪ মার্চ সকাল ১১ টায় মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আগত বক্তারা বলেন,আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি মাগুরা সহ দেশের নতুন ছয়টি মেডিকেল কলেজ বন্ধ করার পাঁয়তারা চলছে। তাই আমরা আগে থেকেই সরকারকে জানিয়ে দিতে চাই মাগুরার জনগন মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র কখনোই মেনে নেবেনা। একটি মেডিকেল কলেজে যে সকল স্হাপনা থাকা দরকার তার সব ধরনের সুযোগ সুবিধা মাগুরা মেডিকেল কলেজে রয়েছে। কাজেই কোন অজুহাত দিয়েই মাগুরা মেডিকেল কলেজ বন্ধ করা যবে না।কেননা এই মেডিকেল কলেজের সাথে মাগুরার সমস্ত জনগনের সম্মান ও মর্যাদা জড়িত। আর মাগুরাবাসী যে কোন মূল্যে তাদর সম্মান ও মর্যাদা রক্ষা করতে বদ্ধ পরিকর। সুতরাং মেডিকেল কলেজ নিয়ে যে কোন ষড়যন্ত্রের মোকাবিলা করতে মাগুরাবাসী তৈরি আছে।