
রাইট মডেল স্কুলের এক ছাত্র তার ফেসবুক পোস্টে মনের ভাব ও তুলে ধরেন তার পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো।
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।বছরে দেখতে দেখতে আবারো একটা রমজান মাস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ।এই ব্রাইট স্কুলে যারা পড়েন তাদের বেশিরভাগ ই মুসলিম।সারাবছর যে পরিমাণ পড়ালেখার চাপ থাকে ফরজ নামাজ গুলো ছাড়া কুরআন পড়ার সময়ও হয়ত আমাদের বেশিরভাগ মানুষের হয় না।এই যে রমজান চলছে এর মাধ্যমে আমাদের কত মানুষের মনে হিদায়াত আসবে। এই
মাসটাকে আল্লাহ ইবাদত করতে বলেছেন।
যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমাযানের সিয়াম ব্রত পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। (সহিহ বুখারী:৩৫)এখন শুনছি পরিচালক নাকি বলছে এই মাসে পরিক্ষা নেবে এবং ২৬ শে মার্চ এর আগে শেষ হবে।এই মাসে ইফতার করে নামাজ পড়ে এসে একটু রেস্ট নিতেই এশার আজান দেয়।আর তারপর আমাদের তারাবির সালাত আদায় করা লাগে।যেহেতু অনেক দীর্ঘ সময় নামাজে লাগে তাই একটু আগে থেকেই প্রস্তুত হতে হয়।আবার নামাজ শেষ করে আসতে আসতে ১০:৩০ পার হয়ে যায়।পরিচালক নিজেও হয়ত নামাজ পড়েন এবং যানেন। খাওয়া দাওয়া করে ঘুমাবার আগে পড়াশোনার মতো কোনো এনার্জি থাকেনা।আবার সেহরিতে উঠে খেয়ে নামাজ আদায় করতে হয়।রমজান মাস উপলক্ষ্যে কুরআন তিলাওয়াত করেন ওইসময় অনেকে।তাহলে আমরা পড়ব কখন?????নরমাল ক্লাস চলুক সমস্যা নাই কিন্তু পরীক্ষা কি বেশি বেশি হয়ে যায় না???আবার শেষ দশকে অনেকে পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে কদরের রাতের সন্ধান ও করতে পারবে না।।।আবার আমরা বই পেলাম ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখে।এখনো সবাই সব বই পাই নাই।।তাহলে কিভাবে আমরা পরীক্ষা দেব ভালো ভাবে???শুধুমাত্র বেতন এবং ফি নেয়ার জন্য যে আপনারা স্টুডেন্টদের উপর যুলুম করছেন এটা বললেও ভুল হয় না। যে এই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের পরীক্ষা নেওয়ার মতন যেই সিলেবাস সেইটা আমরা এখনো করতে পারিনি।কারণ আমরা বই পেয়েছি খুবই অল্প সময়ে।আর যেকোনো পরীক্ষা নেওয়ার আগে কমপক্ষে প্রত্যেকটা সাবজেক্ট স্কুলে একবার করে শেষ কিন্তু এই অল্প সময়ে পরীক্ষা নেওয়ার ফলে আমাদের শিক্ষকরা চাইলেও এই অল্প সময়ের মধ্যে আমাদের সবগুলো আইটেম রিভিশন করানো তো দূরের কথা আমাদের একবার করে ভালোভাবে শেষ ই হবেনা। আর যেকোনো পরীক্ষা নেওয়ার আগে কমপক্ষে একবার রিভিশন করানো টা অনেক জরুরী সেইটা আশা করি আমাদের শিক্ষকরা জানেন এবং বোঝেন।
তাই আমাদের রমজানের মাসে পরীক্ষা বাদ দিয়ে সেটা ঈদের ছুটির পর নিবেন।রমজানে ইবাদত করে পাপমুক্ত হন,কারো ইবাদত করার সময় কেড়ে নিয়ে জালেম হইয়েন না।ধন্যবাদ










