
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ মার্চ ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় এই দুই আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মো. জহুরুল ইসলাম (৩৮), পিতা- মো. আনছার আলী, মাতা- মোছাঃ আনজিরা খাতুন।
২। মো. টিপু সুলতান (৩২), পিতা- মো. খলিলুর রহমান, মাতা- মোছাঃ জাহেরা খাতুন।
তারা দুজনই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোপীনগর গ্রামের বাসিন্দা।
আলমডাঙ্গা থানার মামলা নং-০১, তারিখ- ০১/০৩/২০২৫, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোডের আওতায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে এই দুজনের সম্পৃক্ততা পাওয়া যায়। এর ভিত্তিতেই পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে রবিবার (২ মার্চ) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মো. মাসুদুর রহমান জানান, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধ দমনে আলমডাঙ্গা থানা পুলিশ সবসময় সক্রিয়। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”
স্থানীয়দের মতে, এই অভিযান এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা।










