
মাসুদ চৌধুরী সাঈদ : মানিকগঞ্জে শিবালয়ে খাদ্যবন্ধব কর্মসূচি পরিচালনার জন্য ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ রবিবার বেলা ১১ ঘটিকায় জেলার শিবালয় উপজেলা প্রশাসন সভা কক্ষে এ লটারী অনুষ্ঠিত হয়। ডিলার নিয়োগে ৭ সদস্য বিশিষ্ট কমিটি করেন উপজেলা প্রশাসন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদস্য উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রওশন আলী মন্ডল, উপজেলা পরিসংখ্যান অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সায়েদুর রহমান, শিবালয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালা ২০২৪ এর আওতায়, উপজেলার ৭টি ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রতি পরিবারে ৩০ কেজি চাল সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও পরিচালনার জন্য উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়। লটারীতে বিজয়ী ডিলার, উপজেলার উলাইল ইউনিয়নে সুজন শর্মা (পৃথিবী ষ্টোর) টেপড়া বাজার, এহসানুল হক (প্রকৃতি এন্টারপ্রাইজ) আমডালা বাজার, উথলী ইউনিয়নে মোঃ ফারুক হোসেন (শামীম এন্টারপ্রাইজ) উথলী বাজার, শাকিল মিয়া (মেসার্স শাকিল এন্টারপ্রাইজ) নয়াবাড়ি বাজার, তেওতা ইউনিয়নে মোঃ ইকবাল হোসেন (ইকবাল ট্রেডার্স) ষাইটঘর বাজার, হাফসা আক্তার (হাফসা এন্টারপ্রাইজ) জাফরগঞ্জ বাজার, শিবালয় ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন (মেহেরজান এন্টারপ্রাইজ) শিবালয়-১, মোঃ মাহবুব আলম (মাহবুব এন্টারপ্রাইজ) শিবালয়-২, আরুয়া ইউনিয়নে মোঃ নাসির উদ্দিন (সততা ট্রেডার্স) মালুচী বাজার, মোঃ ওমর ফারুক (মুসলিম ফুডস) নালী বাজার, মহাদেবপুর ইউনিয়নে মোঃ আশরাফুল ইসলাম (মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ) মহাদেবপুর বাজার, মোঃ তবিবুর রহমান (তামান্না এন্টারপ্রাইজ) বরংগাইল বাজার, শিমুলিয়া ইউনিয়নে মোঃ রুবেল মোল্লা (রুবেল স্টোর) বুতনী বাজার, মোঃ জসিম উদ্দিন (মেসার্স জসিম স্টোর) তাড়াইল বাজারসহ প্রত্যেক ইউনিয়নে ২ জন করে উপজেলায় মোট ১৪ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, হতদরিদ্র জনগোষ্ঠীদের সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রির জন্য জনসম্মুখে ওপেন লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়।










