
ঝিনাইদহ জেলার আমতলা বাজারের পান বরজের বাশ তৈরি শলী বিক্রি করে বাড়ি ফেরার পথে ডাকাতের হামলার শিকার হয়েছেন দুই ব্যক্তি। এ ঘটনায় পুলিশের সফল অভিযানে দুই ডাকাত গ্রেফতার হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় ঝিনাইদহ সদর থানাধীন আমতলা বাজারের পান বরজের বাশ তৈরি শলী বিক্রি করে বাড়ি ফিরছিলেন মোঃ সোহেল রানা (২৫) এবং মোঃ জাহিদুল ইসলাম (২৬)। তারা গাংনী থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। পথে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন কুলপালা গ্রামে ভাদরিয়া পুল সংলগ্ন এলাকায় একদল অজ্ঞাতনামা ডাকাত তাদের উপর হামলা চালায়। ডাকাতরা ধারালো রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া এবং লোহার রড দিয়ে তাদের মারপিট করে এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ডাকাতির শিকার হওয়ার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে জানান। এর পর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমানের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার সহায়তায় অভিযানটি সফলভাবে সম্পন্ন হয় এবং দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম হল মোঃ জাহিদ আলী (৩৫) এবং মোঃ মিলন হোসেন (৩৪)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার রড এবং একটি ধারালো হাসুয়া।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান মন্তব্য করে বলেন, “যে কোন অপরাধীই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা অব্যাহতভাবে অন্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছি এবং সমাজে নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।”
গ্রেফতারকৃত আসামীদের তথ্য:
১. মোঃ জাহিদ আলী (৩৫)
পিতা: মোঃ সিরাজুল ইসলাম
মাতা: মোছাঃ মমতাজ খাতুন
ঠিকানা: কুলপালা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
২. মোঃ মিলন হোসেন (৩৪)
পিতা: মোঃ বজলুর রহমান
মাতা: মৃত রেহেনা খাতুন
ঠিকানা: গোপীনগর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
উদ্ধারকৃত আলামত:
১টি লোহার রড
১টি ধারালো হাসুয়া
এই ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-১, তাং-০১/০৩/২০২৫ খ্রিঃ, ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়েছে। এই ঘটনাটি পুলিশের সফল অভিযানের এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রতিশ্রুতির পরিচায়ক হিসেবে তুলে ধরা হচ্ছে।










