
মাসুদ চৌধুরী সাঈদ: গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠন এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও সংস্কারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। ১ মার্চ, শনিবার, বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নান্নু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাবুল উদ্দিন খান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি এবিএম সামছুন্নবী তুলিপ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কামরুদ্দিন আহমেদ জাকির, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাজু, এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার দপ্তর সম্পাদক হাসান শিকদার। এ কর্মসূচির মাধ্যমে তাঁরা নাগরিক অধিকার এবং উন্নত আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি নিজেদের দাবি তুলে ধরেন।










