বরাবরের মতো এবারও আলমডাঙ্গা কেন্দ্রীয় পুরাতন বড় জামে মসজিদে রমজান মাসে খতম তারাবি অনুষ্ঠিত হবে। উক্ত খতম তারাবিহের ইমামতি করবেন দুইজন হাফেজ ও কোরআন। দুই হাফেজের মধ্যে একজন আলমডাঙ্গা শহরের কলেজ পাড়া গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছোট ছেলে হাফেজ মাওলানা মুফতি গোলাম মুক্তাদির। অন্যজন বিনোদপুর গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা আব্দুল কাদের। গত বছরেও এই দুইজন সুনামের সঙ্গে খতমে কোরআন শেষ করেছেন তারাবিহের মাধ্যমে। তারা দুজনই সমস্ত মুসল্লিবৃন্দের কাছে দোয়া চেয়েছেন যেন এবারেও ভালোভাবে তারা রমজান মাসে তারাবিহের নামাজ শেষ করতে পারেন।