
তৌহিদ : যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে আগামীকাল থেকে সৌদি আরব সহ বিশ্বের অনেক গুলি দেশে রমজান মাস শুরু হতে যাচ্ছে। কারন আজ সৌহি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সুতরাং আগামী রবিবার ২ মার্চ থেকে বাংলাদেশের মুসলমানরা রোজা পালন করবে।রমজান এলে সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে নিত্য পন্যের দাম কমলেও বাংলাদেশে এর বিপরীত বিরাজ করে।তাই বর্তমান তত্তাবধায়ক সরকার আগে থেকেই বাজার মনিটরিং করছে।এবারের রমজানে নিত্যপন্যের দাম যেন বৃদ্ধি না পায় তা সাধারণ মানুষের প্রত্যাশা।
ভিউ: ২৪০










