
লিমন বিশ্বাস : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ১ নং বাবুখালী ইউনিয়ন বাঁশো-সুলতানসী গ্রামবাসীর উদ্যোগে বিশাল তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারী কাল ১০ টায় এস.টি.আই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর মোঃ ইসহাক আলী”র সভাপতিত্বে বাবুখালী ইউনিয়নের বাঁশো-সুলতানসী গোরস্থান ময়দানে ২২তম তাফসীরুল কুরআন মাহফিলটি আরম্ভ হয়।বিকাল ৩ টায় প্রধান তাফসীরকারক আল্লামা তারেক মনোয়ার তাফসীর শুরু করেন।এ সময় পুরো ময়দান কানায় কানায় পরিপূর্ণ ছিলো।তাফসীর মাহফিল শেষে মহম্মদপুর সহ পুরো বাংলাদেশের জনসাধারণের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
ভিউ: ৪৩৮










