চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর এলাকার ঐক্যর ডাক যুব সংগঠনের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৩টায় মাহে রমজান উপলক্ষে স্বাগত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।
ঐক্যর ডাক যুব সংগঠনের সভাপতি মো. শাজাহানের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মো. আশরাফুলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মো. শামীম রেজা, গোলাম মোস্তফা, হিরা, পান্না, রাশেদুল ইসলাম রাজন, রকি আহাম্মেদ, আব্দুল কাদের, আমিন হোসেন, তুহিন আহাম্মেদ, ফিরোজ আহাম্মেদ পিয়াসসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শামীম রেজা। তিনি বলেন, "আসন্ন মাহে রমজানের পবিত্রতা যেন কোনোভাবে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সমাজের সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি, ব্যবসায়ীদের প্রতি আহ্বান থাকবে—রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করে সরবরাহ সচল রাখতে হবে।"
এছাড়াও, সংগঠনের অন্যান্য সদস্যরা মাহে রমজান উপলক্ষে সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং সেবামূলক কার্যক্রম বৃদ্ধি করার জন্য আহ্বান জানান।