২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে :শুক্রবার সকাল ৯ টায় জামজামী, আলমডাঙ্গার প্রতিভা একাডেমি প্রাঙ্গণে মেধা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মফিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ , সরকারি কলেজ, আলমডাঙ্গা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবির আহাদ, চেয়ারপার্সন, মেধা ফাউন্ডেশন। এছাড়াও শিক্ষাবিদ, সমাজসেবক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ মফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ, জাতি ও সমাজকে নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ একটি ভবিষ্যৎ উপহার দেবে—আমরা সে আশায় তাকিয়ে আছি। মেধা ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এছাড়াও আলমডাঙ্গা অঞ্চলের বেশ কিছু প্রতিষ্ঠান মেধাবৃত্তি প্রদান কার্যক্রম শুরু করেছে, যা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এ ধরনের উদ্যোগকে অবশ্যই ইতিবাচকভাবে দেখি এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।" সভাপতির বক্তব্যে আবির আহাদ বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া। শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও গবেষণার আগ্রহ আরও বাড়ুক।" অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আরও ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানের আয়োজক মেধা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। প্রতিভা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।
শিক্ষার্থী তামজিদ আহমেদ (মুগ্ধ) তার অনুভূতি প্রকাশ করেন "আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, আমার শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাকে সম্মানিত করা হয়েছে। মেধাবৃত্তি পাওয়া শুধু আর্থিক সহায়তা নয়, এটি আমাদের অনুপ্রেরণা জোগায়, আত্মবিশ্বাস বাড়ায়। ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য এটি আমাকে উৎসাহিত করবে। আমি মেধা ফাউন্ডেশন ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।"
শিক্ষার্থী মাহাবীব হাসান, বলেছেন"এই সংবর্ধনা শুধু আমার জন্য নয়, আমাদের মতো সব শিক্ষার্থীর জন্য উৎসাহব্যঞ্জক। আমাদের স্বপ্ন পূরণের পথে এটি একটি বড় অনুপ্রেরণা। আমি চাই একদিন নিজেকে এমনভাবে গড়ে তুলতে, যেন ভবিষ্যতে আমিও অন্যদের সাহায্য করতে পারি। মেধা ফাউন্ডেশনের এই উদ্যোগ আমাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে সাহায্য করবে।"
অভিভাবক মোঃ রাজিবুল হক, তিনি বলেন
"আমরা সবসময় চাই আমাদের সন্তানরা ভালোভাবে পড়াশোনা করুক এবং সমাজের একজন আদর্শ মানুষ হয়ে উঠুক। কিন্তু অনেক সময় অর্থনৈতিক সীমাবদ্ধতা ও অন্যান্য প্রতিবন্ধকতার কারণে শিক্ষার্থীরা নিরুৎসাহিত হয়ে পড়ে। মেধা ফাউন্ডেশন যে শিক্ষাবৃত্তির উদ্যোগ নিয়েছে, তা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, আমাদের অভিভাবকদের জন্যও স্বস্তিদায়ক ও অনুপ্রেরণার। এই সম্মাননা ও সহায়তা পেয়ে আমাদের সন্তানরা আরও আত্মবিশ্বাসী হবে এবং ভবিষ্যতে বড় কিছু করার স্বপ্ন দেখবে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং আশা করি, এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।" এই আয়োজন মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।