শুভ্র মজুমদার : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী বাগুটিয়া হাট আজও তার প্রাণবন্ত রূপে সজীব। প্রতি শুক্রবার ও মঙ্গলবার বসে এই হাট, যা শত বছরেরও বেশি সময় ধরে স্থানীয় কৃষক ও ক্রেতাদের মেলবন্ধনে পরিণত হয়েছে। এই হাটে শীতকালীন সবজির পাশাপাশি সারা বছরই পাওয়া যায় নানান ধরনের তাজা শাকসবজি। বাগুটিয়া হাটের সবজির বিশেষত্ব হলো এগুলো সম্পূর্ণ ফরমালিনমুক্ত। স্থানীয় কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত শাকসবজি এখানে বিক্রি করেন, যা ক্রেতাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। ফুলকপি, বাধাকপি, সিম, টমেটোসহ নানা ধরনের সবজি পাওয়া যায় এই হাটে। দাম ওঠানামা করলেও স্থানীয় ক্রেতারা তাজা সবজি পেয়ে সন্তুষ্ট।
এখানে শুধু সবজিই নয়, দেশি গাভীর দুধের জন্যও বিখ্যাত এই হাট। প্রতিদিন সকালে দেশি গাভীর দুধ কিনতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা ভিড় জমান। এই দুধের গুণগত মান ও স্বাদের জন্য বাগুটিয়া হাটের সুনাম ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। স্থানীয় কৃষকরা জানান, এই হাট তাদের জীবিকার প্রধান উৎস। এখানে উৎপাদিত পণ্যের চাহিদা থাকায় তারা নিশ্চিন্তে ফসল ফলাতে পারেন। ক্রেতাদের কাছেও এই হাট বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তারা হাতের নাগালেই পেয়ে যান তাজা ও নিরাপদ পণ্য। কালিহাতীর বাগুটিয়া হাট শুধু একটি বাজারই নয়, এটি ঐতিহ্য ও সম্প্রদায়ের মেলবন্ধনের প্রতীক। এই হাটের প্রাণবন্ত পরিবেশ ও পণ্যের গুণগত মান আগামী দিনেও ধরে রাখবে তার ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।