তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে বদলী জনিত বিদায় সংবর্ধনা
Spread the love

মোঃ খাদেমুল ইসলাম : উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফজলে রাব্বিকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারি) সন্ধ্যায় উপজেলা অফিসাস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দীন খাঁন অনুষ্ঠানে দু চোখ জুরে জল ফেললেও তবুও¯ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলা সকলের কাছ থেকে বিদয় নিলেন ইউএনও মোঃ ফজলে রাব্বি । বিদায় শব্দটি তিন অক্ষরের হলেও এর যেন বিষাদে ভরা। বিদায়ের বেদনা যে কত কষ্টের সেটা যারা দেয় আর যারা নেয় তারাই একমাত্র বুঝে। বিদায় কালে ইউএনও মোঃ ফজলে রাব্বি বলেন, ভালো থাকুক তেতুলিয়া উপজেলার প্রতিটি মানষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চায় পেয়েছি আপনাদের ভালবাসা। সরকারি চাকুরিজীবী হিসাবে বদলিজনিত কারনে কোন জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলা কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকদের অনেক রকমের সহায়তা পেয়েছি। কাজ আদাই করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। চোখের আড়ালে অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন খান,কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ইমদাদুল হক তিরনই হাটের ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন, ভজনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দীন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মিঠুন কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, সমাজ সেবা কর্মকর্তা শাহ মোঃ আল আমিন, সমবায় কর্মকর্তা মামুন কবির, সরকারী কর্মকর্তা কর্মচারীসহ তেতুলিয়ার স্থানীয় সাংবাদিক বৃন্দ প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31