চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে এক বিরল ও আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। একই দিনে বাবা ও ছেলে তাদের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন, যা গ্রামবাসীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, বাবার ২৮তম এবং ছেলের ২য় বিবাহবার্ষিকী ঘরোয়া আয়োজনে উদযাপিত হয়েছে। বাবা ২৮ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এই দীর্ঘ দাম্পত্য জীবনে তিনি পেয়েছেন এক ছেলে ও এক মেয়ে। সময়ের পরিক্রমায় ছেলে যখন বিয়ে করেন, তখন পরিবারের সদস্যসংখ্যা আরও বাড়ে। নতুন বউমা আসার পর পরিবার আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বাবা জানান, "আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। সুখী দাম্পত্য জীবনের জন্য পারস্পরিক ভালোবাসা ও সম্মান অতি জরুরি। আগামীতেও আমরা এভাবেই একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে থাকতে চাই।"
এই বিশেষ দিনে পরিবারের সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করেছেন। স্থানীয়রা এই ব্যতিক্রমী উদযাপনকে স্বাগত জানিয়ে বলেন, "এটি সত্যিই একটি সুন্দর উদাহরণ। পারিবারিক বন্ধন মজবুত হলে জীবন হয়ে ওঠে আনন্দময়।"
পরিবারটি সকলের দোয়া চেয়েছেন, যেন ভবিষ্যতেও তারা সুখী ও সুস্থ দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারেন।