২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেল এর সাব-ইন্সপেক্টর মো: ফাইজুল ইসলাম (হৃদয়) হাওলাদারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে গৌরনদী থানাধীন নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন মো: আলীম সিকদার (৪৬), পিতা: মৃত মোতাহার সিকদার। তার কাছ থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় পরবর্তী সময়ে গৌরনদী উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেন মহোদয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তার বিরুদ্ধে দণ্ডাদেশ প্রদান করে এবং তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এই অভিযানটি মাদকবিরোধী কার্যক্রমের আওতায় পরিচালিত হয়ে গৌরনদী উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।