চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশ বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জামজামি গ্রামের এসএম রেজাউল করিমের ছেলে ও জামজামি ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম আশরাফুল করিম রিপন শাহ (৫৩)।
অভিযানের বিস্তারিত:
২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ওয়াহিদুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএম আশরাফুল করিম রিপন শাহকে গ্রেফতার করা হয়।
মামলার তথ্য: তিনি বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য:
আলমডাঙ্গা থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
এদিকে, আওয়ামী লীগের একজন নেতা গ্রেফতার হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।