
মোঃ চঞ্চল হোসেন : চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি দের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি রায়হান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সোহানুর রহমান সোহান আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান ও সহকারী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য হিসেবে বক্তব্য দেন ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম
সার্বিক সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ সামসুল হুদা । অনুষ্ঠানে নবীনদের বরণ এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সকল উপকরণ দিয়ে বিদায় দেওয়া হয় এবং খাওয়া-দাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।










