আব্দুল্লাহ আল মামুন : পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে যশোরে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে খুলনা পুরাতন বাসস্ট্যান্ড, মনিহার ,যশোর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ,যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার এর পরিচালনায় আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ,অশ্লীল ছবি ও বেহায়াপনা বন্ধের দাবিতে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর ইসলাম (নুরুল), জেলা সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন,জয়েন্ট সেক্রেটারি এইচএম মহসিন,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ , প্রচার—দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতি মঈন উদ্দিন, অর্থ সম্পাদক এটিএম আখতারুজ্জামান তাজু,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক প্রভাষক ফজলুল করিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না, সদর থানা সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস, সেক্রেটারি মাওলানা সেলিম হোসাইন, পৌর শাখার সভাপতি আব্দুর রহিম,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল বাশার, সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাস্টার ইদ্রিস আলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। প্রধান অতিথি মাওলানা শোয়াইব হোসেন বলেন, যেখানে রমজান মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালে রাখা হয়, সেখানে বাংলাদেশের মত বৃহৎ মুসলিম দেশে রমজানকে কেন্দ্র করে কয়েক মাস পূর্বেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়।" তাই সরকারকে এবিষয়ে জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।