
রুহুল আমিন রুকু; কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের লাঙ্গলের ফালায় পিষ্ট হয়ে প্রকাশ চন্দ্র (২০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফড়া গ্রামের মৃত্যু তারামন চন্দ্রের পুত্র বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭) ফেব্রুয়ারি দুপুরে উলিপুর টি- বাঁধ এলাকা থেকে ট্রাক্টর টি এলাকায় হাল চাষ করে রাস্তায় যাতায়াতের সময় নন্দু নেফড়া গ্রামের ৪ নং ওয়ার্ডের টি বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান ট্রাক্টরের লাঙ্গলের ফালায় লাশ আটকা পড়েছে। পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মী এখনো উদ্ধারের তৎপরতা চালাচ্ছেন । ঘাতক ড্রাইভার পালিয়েছেন বলে জানা গেছে।
ভিউ: ১৯৩










