চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১ নম্বর ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, স্মার্টফোন আসক্তি, মাদক সেবন ও ইভটিজিংয়ের মতো ভয়ংকর সমস্যাগুলো থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলকে সচেতন থাকতে হবে। শিক্ষা-বান্ধব পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেন জিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ।
দুই দিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র শিক্ষক আতিয়ার রহমান, জনিরুদ্দিন, আজমত আলী, ক্রীড়া শিক্ষক আজিজুর রহমান, ধর্মীয় শিক্ষক মাওলানা একরামুল হক, সহকারী শিক্ষিকা নাজিরা বেগম, ইয়াসমিন আরাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষানুরাগী ও শিক্ষার্থীরা।