আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির আয়োজনে 'কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২৫'-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি দুপুর ৩টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল আরজু ফুড একাদশ ও হালসা একাদশ। তিন ওভার হাতে রেখেই ৪ উইকেটের জয় নিয়ে শিরোপা জিতে নেয় আরজু ফুড একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, যিনি বিজয়ীদের হাতে শিরোপা ও প্রাইজমানি তুলে দেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি মতিয়ার রহমান (অবঃ ডিজিএম, বাংলাদেশ কৃষি ব্যাংক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. মহবুব ইসলাম, মহিতুর রহমান, সাইদুর রহমান লিটন, কলেজপাড়া কল্যাণ কমিটির উপদেষ্টা খোঃ হাবিবুল করিম চনচল, ইয়াকুব আলী মাষ্টার, সহ-সভাপতি (অবঃ) রোকনুজ্জামান ডাবলু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য কলেজপাড়া কল্যাণ কমিটির প্রচার সম্পাদক সোহেল শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক জুয়েল, ক্রীড়া সম্পাদক ফরহাদুজ্জামান সোহাগ, মানোয়ার হোসেন, হাসিবুল ইসলাম, ফাহমিদুর রহমান মুন, হাশেম আলী, সেলিম, লিপটন সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
প্রাইজমানি চ্যাম্পিয়ন দল (আরজু ফুড একাদশ): ২০,০০০ টাকা রানার্সআপ দল (হালসা একাদশ): ১৫,০০০ টাকা, এই টুর্নামেন্ট আয়োজন করতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও বিভিন্ন এনজিও সংস্থাগুলো সহযোগিতা করেছে। উল্লেখ্য, কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২৫ আট দলের অংশগ্রহণে একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা হয়ে উঠেছিল। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার আহ্বান জানান আয়োজকরা।