
ইয়াসিন আরাফাত ; মাগুরা জেলার শ্রীপুরে বরিশাট পূর্বপাড়া দাখিল মাদ্রাসার নব গঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী। এ উপলক্ষে বুধবার ২৬ ফেব্রুয়ারি বেলা ১২ টায় বিদ্যালয়ের হল রুমে নব নির্বাচিত কমিটির ৪ সদস্যকে ফুলেল সংবর্ধনা প্রদান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটির অধ্যক্ষ ও নব গঠিত কমিটির সদস্য সচিব নুরুদ্দীন মৃধার সভাপতিত্বে পরিচিত সভায় আরো উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মোঃ জিয়াউল হক ফরিদ, নব গঠিত কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, নব গঠিত কমিটির অভিভাবক সদস্য এনামুল শেখ। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সমাজসেবক কাজী মিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এনায়েতুল্লাহ, শ্রীকোল ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর হাসিবুর রহমান রিপন, বরিশাট পূর্বপাড়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকিদুল ইসলাম, মাগুরা জেলা কৃষকদলের সদস্য মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়াও মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গ্রামবাসী মাদ্রাসাটির পড়াশোনার মান উন্নয়ন, মাদ্রাসা মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পোশাক নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় নবগঠিত কমিটির সদস্যরা স্থানীয়দের দাবি পূরনে আশ্বস্ত করে মাদ্রাসার সকল কার্যক্রমে সহোযোগিতার আহ্বান জানান।










