
আলমডাঙ্গা, ২৬ ফেব্রুয়ারি ২০২৫: জাতীয় প্রেসক্লাবে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে শহরের প্রধান সড়কে শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
বক্তারা বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। কিন্তু আজ তারা ন্যায্য দাবি আদায়ে রাজপথে নেমে পুলিশের হামলার শিকার হচ্ছেন, যা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।” মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “শিক্ষকদের ন্যায্য ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। শান্তিপূর্ণ এই কর্মসূচি থেকে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।










