চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন।
Spread the love

স্টাফ রিপোর্টার (২৫-০২-২৫):”এসো দেশ বদলায় পৃথিবী বদলায়”এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় চত্বরে আগত আমন্ত্রিত অতিথিদের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা সহ ব্যাজ পরিধান করান। অতিথিদের মূল মঞ্চে আসন গ্রহণের পর পরই বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ হারুন অর রশিদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠানের কার্যক্রম।
সকাল ১১ টায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি কর্তৃক উত্তোলন করা হয় জাতীয় ও ক্রীড়া পতাকা। শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বিশ্বাস। এ সময় পতাকা মঞ্চে উপস্থিত ছিলেন ( বিশেষ অতিথি) সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান। আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান।এরপর বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা: রোকাইয়া খাতুন।
অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) নয়ন কুমার রাজবংশী বলেন, খেলাধুলা লেখা-পড়ার একটি অবিচ্ছেদ্য অংশ। লেখাপড়ার পাশা-পাশি খেলাধুলা শারিরীক ও মানসিক বিকাশ ঘটায়। প্রধান অতিথি আরো বলেন, এই বিদ্যালয়ে অধ্যয়ন করে কর্মজীবনে যারা সফল হয়েছে, সাবেক সেই সকল কৃতি শিক্ষার্থীদের নাম-পদবী উল্লেখ করে একটি অনার বোর্ড তৈরি করতে হবে। এ সকল শিক্ষার্থীদের নাম ও কর্মজীবনের সফলতার কথা জেনে বর্তমান শিক্ষার্থীরাও আগ্রহী হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস বলেন,শিক্ষার্থীদের পড়ালেখায় নিঃস্বার্থভাবে শিক্ষকদের সহযোগিতা করতে হবে। শিক্ষকদের নিজেদের ভেতরকার অন্ত:দ্বন্দ্ব ভুলে গিয়ে সন্তান স্নেহে শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা করতে হবে। আমরা স্কুল জীবনে দেখেছি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটি চমৎকার সম্পর্ক ছিল। কিন্তু এখন আর সেই সম্পর্ক চোখে পড়ে না। সেই সম্পর্ককে আবারো ফিরিয়ে আনতে হবে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি শিক্ষার্থীরা হয়ে উঠবে আদর্শবান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক চুয়াডাঙ্গা জেলা মহিলা বিএনপির সভাপতি রউফুন নাহার রিনা, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি ও দাতা পরিবারের সদস্য তরুণ উদ্যোক্তা হাফেজ আব্দুল কাদির সোহান ।এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, রাহেলা খাতুন গার্লস অ্যাক্যাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান,মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিদ্যালয়ের ৫ দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২২ টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থী এবং ক্লাসভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সমাপনী দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ” যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা”। আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বিশ্বাস। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) আইরিন ইসলাম। এছাড়া ক্রীড়া পরিচালনায় সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা পারভীন, পপি সুলতানা, নাজমুন নাহার সাথী, জিয়াউর রহমান, শারমিন আক্তার, কামাল উদ্দিন, মর্তুজা আহমেদ, সহিদা খাতুন, রওশনারা পারভীন ও আব্দুস সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহিনুর আলম।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31