সেনবাগে বায়তুল মামুর মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Spread the love

মো: ইসমাইল মেহেদী ; নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল মামুর মাদরাসা ও এতিমখানা-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, সকাল ৯টা থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর ১২টায় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ: অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

মাওলানা মিজানুর রহমান (ব্যবসায়ী, বসুরহাট) – উপদেষ্টা, বায়তুল মামুর মাদরাসা আব্দুল মালেক মিলন (ব্যবসায়ী)

জনাব মাহবুবুর রহমান মাসুম (শিক্ষানুরাগী, সমাজসেবক) – কার্যকরী পরিষদের সভাপতি শাহেদুল ইমতিয়াজ (ব্যবসায়ী, ঢাকা) – দাতা সদস্য মাওলানা জাকের হোসেন – সেক্রেটারি মো: ইসমাইল মেহেদী – মাদরাসার পরিচালক এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ ও সমাপ্তি:

বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য এক আনন্দঘন মুহূর্ত হয়ে ওঠে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31