সাকিব আহসান ; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সকল প্রশিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল ‘গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১’। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দ.) এন এম ইশফাকুল কবির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আব্দুল জব্বার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমুর রহমান।প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টির গুরুত্ব ও শিশুর সঠিক যত্ন গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন এবং আধুনিক পদ্ধতিতে শিশু লালন-পালন ও পুষ্টির বিষয়টি তুলে ধরেন। উল্লেখ্য, এই প্রশিক্ষণটি মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।