নোয়াখালীতে ছাত্রদল নেতার বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নিচ্ছেন মামলার প্রস্তুতি। (বৃহস্পতিবার) বিকেল তিনটার দিকে সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ২নং ওয়ার্ড মুন্সিতালুকের গ্রামের বাড়িতে স্থানীয় ছাত্র শিবিরের কর্মীরা আল্লাহু আকবর স্লোগান দিয়ে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের লোকজন জানিয়েছেন। হামলাকারীরা এ সময় ঢাকা নিউমার্কেট থানা ছাত্রদল নেতা মোঃ নুর নবি হোসাইন বাবুর বসত ঘরে অতর্কিত সন্ত্রাসী হামলা, ভাংচুর চালিয়ে সুকেসের ডয়ের ভেঙে নগদ অর্থ, মোবাইল এ স্বর্নলংকার লুট করে নিয়ে যায়। হামলায় পুরো ঘর তছনছ হয়ে যায়। ভুক্তভোগী মোঃ নুর নবি হোসাইন বাবু সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমি ঢাকা নিউমার্কেট থানা ছাত্রদলের নেতৃত্বে রয়েছি। পূর্ব শত্রুতায় স্থানীয় জামাত শিবির নেতা তারেকের নেতৃত্বে তার বাহিনীর ১০/১৫ জন কর্মী বেপরোয়া হয়ে হাতে লোহার রড, হকিস্টিক, চাপাতি, গাবের লাটি ও বাঁশ নিয়ে আমার বসত ঘরে হামলা ভাংচুর করে ঘরের ভিতরে লুটপাট চালায়। আমি হামলাকারীদের আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছি। হামলার ঘটনায় জেলা ছাত্রদলের অসংখ্য কর্মীসমর্থকগন এক নজর দেখতে আসেন। নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান, হামলার ঘটনা শুনেছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।