"যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার"এই স্লোগান কে সামনে নিয়ে ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি ২০১৬ সাল থেকে ঝিনাইদহে বিতর্ক প্রশিক্ষণ প্রতিযোগিতা ও বিভিন্ন প্রোগ্রামে প্রদর্শনীয় বিতর্ক সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারী ২০২৫ ইংরাজি তারিখে অনুষ্ঠিত হলো জুলাই বিপ্লব স্বরণে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।
ঝিনাইদহ সরকারী কেশবচন্দ্র কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আবু বক্কর সিদ্দিকী। ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় ও কেশব চন্দ্র কলেজ ডিবেট ক্লাবের সভাপতি শাহমুন হাসান রাসিবের সঞ্চালনায় সংসদীয় বিতর্কে অংশগ্রহণ করে ঝিনাইদহ ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহের বিভিন্ন বিতর্ক চর্চাকারী সংগঠন। উক্ত বিতর্ক প্রতিযোগীতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আমান ফাইয়াজ,কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির সভাপতি অনিন্দ্য সাহ,মাগুরা আইডিয়াল ডিবেট ক্লাবের সভাপতি নাহিদুর রহমান দুর্জয়, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউর রহমান।
সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে অংশ গ্রহণ করেন মাগুরা আদর্শ বিতর্ক সংঘ, কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি, কেশব চন্দ্র কলেজ ডিবেটিং ক্লাব - KcDC ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব। নানাবিধ চমৎকার মোশনের একটি, এই সংসদ মনে করে, "জুলাই গণহত্যার সাথে জড়িত সকলকে সর্বচ্ছো শাস্তি নিশ্চিত করাতে পারলেই বাংলাদেশে আর কখনোই স্বৈরাচারি শাসক তৈরী হবে না"
দিনব্যাপি চলা এ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি টিম এবং রার্নাস আপ হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব।
বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন সরকারী কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আবু বক্কর সিদ্দিকী ও প্রভাষক আলমগীর হোসেন।