
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ (চল্লিশ) পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শংকর কুমার হীরা, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্প, আলমডাঙ্গা থানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ ক্যাম্প এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ভোর ০৫.৪৫ ঘটিকায়, আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী হরিবাসর নাট মন্দিরের সামনে পাঁকা রাস্তার উপর হতে তিনজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১। মোঃ তিব্র হোসেন (২৫), পিতা- মোঃ একলাছ উদ্দিন।
২। মোঃ টিপু সুলতান (২২), পিতা- মোঃ খোকন শেখ।
৩। মোঃ সাইদুল ইসলাম (২৩), পিতা- মোঃ মুকুল হাসান। তিনজনই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নতিডাঙ্গা এলাকার বাসিন্দা। অভিযানে তাদের কাছ থেকে ৪০ (চল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা আলমত জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং- ১৬, তারিখ- ১৯/০২/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৯(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।










