চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) রাতে আসামিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানার মামলা নং-১০, তারিখ- ১০ নভেম্বর ২০২৪, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ (দি পেনাল কোড, ১৮৬০) এবং ৩/৪/৬ (দি এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট, ১৯০৮) এর অন্তর্ভুক্ত মামলার অন্যতম আসামি মোঃ তরিকুল ইসলাম @ জুয়েলকে (৪০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ তরিকুল ইসলাম আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মোঃ জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান বলেন, “আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।