আলমডাঙ্গা কৃষি অফিসের উদ্যোগে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকাল ৩ টার সময় কৃষি ও প্রযুক্তি মেলায় শেষ দিনে মোট পাঁচটি স্টল কে পুরস্কৃত করা হয়। সেই সাথে তিনজন কৃষক কে তাদের সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়েছে। কৃষি ও প্রযুক্তি মেলায় প্রথম পুরস্কার পেয়েছেন উচ্চমূল্যের সবজি, ফল ও মসলাজাতীয় ফসল উৎপাদন স্টল।দ্বিতীয় স্থান মাটি স্বাস্থ্য সুরক্ষা ও বসতবাড়ি বছর ব্যাপি সবজি, ফল ও মসলা জাতীয় উৎপাদন স্টল কে যৌথভাবে ঘোষণা করা হয়। তৃতীয় স্থান অর্জন করেছে ফসল সংরক্ষণ উত্তর প্রযুক্তি ও গ্যাপ কে যৌথভাবে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা কৃষি অফিসার কৃষিবিদ রেহেনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিষ কুমার বসু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (পি আর এল) আব্দুস সালাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খবিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার সাইফুল্লাহ মোহাম্মদ,উপ-সহকারি কৃষি কর্মকর্তা আহসানুল হক,আব্দুর রফিক, পাপিয়া খাতুন,হেলাল উদ্দিন, খাদেমুল বাসার,শশিতা তাবাসসুম, মমিনূর রশিদ,শারমিন আক্তার, রজনী আফরোজ, শাকিলা পারভিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য গত সোমবার সকালে এই কৃষি ও প্রযুক্তি মেলায় উদ্বোধন অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু,থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ।