
মোঃ মুনাইম হোসেন; চুয়াডাঙ্গার জীবননগর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহা:সাব্বির হোসেন রিংকুর নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিল আর উপস্থিত ছিল জীবননগর উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য, শাহেদ আল সাহাব আফ্রিদি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক, কামরুজ্জামান সিদ্দিকী জয়, অন্যতম যুগ্ম আহবায়ক, রিমন শাহরিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব,মাহফুজ।ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, শোয়েব আল ফাহাদ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা শিহাব। আরো উপস্থিত ছিল পৌর ছাত্রদল নেতা নাঈম হাবিবুর রিফাত শান্ত সৌরভ জাহিদুল সাফি জাহিদ মাহিম ইয়ামিন ওমর রিফাত নোমান ইমন এছাড়া আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
ভিউ: ২৭০










