
আলমডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল।লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা শরীর ও মন ভালো রাখে। এর কোনো বিকল্প নাই।তারুণ্যের উৎসব ২০২৫,নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্লোগানকে সামনে নিয়ে ১৮ ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। অনুষ্ঠানের শুরুতে আসন গ্রহণ,ফুলেল তোড়া প্রদান,কোরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ পাঠ।অতপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। দৌড়, ভারসাম্য দৌড়, বিস্কুট দৌড়, হাইজাম্প,লংজাম্প,চিত্রাংকন,আবৃত্তি,একক অভিনয়,গান,নৃত্য, যেমন খুশি তেমন সাজসহ বেশকিছু ইভেন্টে প্রতিযোগিতা করে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের ২ টার দিকে আলোচনা শেষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আলাউদ্দীন। আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি,এম কামাল হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল। তিনি বলেন শিক্ষার পাশাপাশি খেলাধূলা অঙ্গাঙ্গীভাবে জড়িত। খেলাধূলা করলে শরীর ও মন সুস্থ আর ভালো রাখে। তোমরা আজ উপজেলা পর্যায়ে অংশ নিয়ে বিজয়ীরা জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করলে তাদেরকে অভিনন্দন। আর যারা বিজিত হয়েছো তাদের জন্য শুভকামনা রইল। আগামীতে আরো ভালো করার চেষ্টা করবে।তিনি আরো বলেন এত সুন্দর একটা অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে ও অসংখ্য ধন্যবাদ। আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলাপুর পিটিআই’র সুপারিনটেন্ড ফনিভূষন রায়,কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক গন্জের আলী।সার্বিক সহযোগিতা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান, হুমায়ূন কবির, রফিকুল ইসলাম, বখতিয়ার উদ্দিন।সহয়তা করেন প্রধান শিক্ষক হারেস উদ্দিন, আমিনুল ইসলাম, জহুরুল হক,হাসান সাজিদ হাবিব, তৌহিদুল হক,তবিবুর রহমান, জামিরুল ইসলাম, পূবন কুমার সাধু,ইকরামুল হক,শাহিনুল ইসলাম রবিউল আউয়াল, আশরাফুল আলম,সীমা রানী। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অফিস সহায়ক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।










