
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানের নাশকতা মামলায় দুইজনকে গ্রেফতার হয়েছে। বিকালে পৃথক পৃথক অভিযানে আসামিদ্বয়কে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার বিস্ফোরক দ্রবণ নিয়ন্ত্রণ মামলায় উপজেলার ওসমানপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হারদী ইউ.পি এর ০৮নং ওয়ার্ড যুবলীগ সেক্রেটরী, আসামি ১। মোঃ সাহাঙ্গীর আলী(৪৫), ও শালিকা গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে গাংনী ইউ.পি আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, আসামি ২। মোঃ শামসুল রহমান সামু(৩৬), (০৫নং ), গ্রেফতার করা হয়েছে। 
ভিউ: ৭৮৩










