তিস্তার হাঁটুপানিতে নেমে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ
Spread the love

শফিকুল ইসলাম আলিফ : আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিস্তা থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহার এবং পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মৃত প্রায় তিস্তা নদীর হাঁটু পানিতে নেমে প্রতিবাদ জানিয়েছেন তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের তিস্তা সড়ক ও রেল ব্রিজের নিচে হাঁটু পানিতে নেমে এই প্রতিটি কর্মসূচি পালন করা হয়েছে। রংপুর বিভাগের তিস্তা নদী বেষ্টিত পাঁচ জেলার ১১টি পয়েন্টে একযোগে লাগাতার ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি চলছে। সরেজমিনে দেখা যায়, কর্মসূচির দ্বিতীয় দিনে তিস্তা পাড়ের সব শ্রেণি-পেশার মানুষ তিস্তার পানিতে নেমে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখোরিত করছে। এ সময় তিস্তা নদীর পানিতে নেমে তরুণরা স্লোগান দিচ্ছেন, ‘তিস্তা আমার মা, ভারতের হতে দিব না’, ‘তিস্তা পাড়ের কান্না আর না আর না।

পানিতে নেমে প্রতিবাদ জানানো তিস্তা নদী পাড়ের  বাসিন্দারা বলেন, পানিতে নেমেছি প্রতিবাদ করতে। কারণ আমার এই বয়সে আমার যে জমি, সেই জমিতে ফসল হচ্ছে না পানির অভাবে। আমরা আমাদের সেই পূর্বের তিস্তা দেখতে চাই, যেখানে অনবরত পানির স্রোত থাকবে। আমরা মাছ ধরব। যতদিন লাগে আমরা আমাদের এ আন্দোলন চালিয়ে যাব। এর আগে সকালে লালমনিরহাটের তিস্তার তীর ঘেঁষা রেল সেতু সংলগ্ন এলাকায় পদযাত্রা শুরু হয়। প্রায় মিটার দূরের এই পদযাত্রায় ২ লক্ষাধিক মানুষ অংশ নেয়। পদযাত্রাটি তিস্তা সড়ক সেতু থেকে শুরু করে কাউনিয়া বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় হাজার হাজার মানুষের কণ্ঠে ছিল- জাগো বাহে, তিস্তা বাঁচাই।

পদযাত্রা শেষ হওয়ার পরে দুপুর ২টার দিকে পানিতে নেমে প্রতিবাদ জানানোর কর্মসূচি পালন করা হয়। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হয়। এদিন তিস্তা নদীবেষ্টিত পাঁচটি জেলার ১১টি স্থানে একযোগে অবস্থান কর্মসূচি পালিত হয়। বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি নদীপাড়ের হাজার হাজার মানুষ ‘জাগো থেকে তিস্তা বাঁচাই’ কর্মসূচিতে অংশ নেন। প্রথম দিনের কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ এই স্লোগানও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পানির ন্যায্য হিস্যা ও নদী শাসনের দাবিতে  ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচির ২য় দিনে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তার হাঁটু পানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন করা হয়। সন্ধ্যার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচিতে বক্তব্য দেবেন বলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31