মোঃ হানিফ বিন রফিক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দলটির নিবন্ধন পুনর্বহালের দাবিতে গাজীপুর মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের ঐতিহাসিক শিববাড়ী মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শফি উদ্দিন ও মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের যৌথ পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, "অবিলম্বে জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। অন্যথায়, রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করা হবে।" তিনি আরও বলেন, "সরকার যদি এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে এর জন্য উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে।" সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ড. মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর জেলা আমীর ও গাজীপুর-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী,মো. আবুল হাশেম খান, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মো. খায়রুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, মাওলানা সেফাউল হক, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মো. হোসেন আলী, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গাজীপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, মো. সালাউদ্দিন আইয়ুবী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, মো. আফজাল হোসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি।
সমাবেশের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, "স্বৈরাচারের পতন হলেও তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। তাই কঠোর আন্দোলনের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে হবে। ইনশাআল্লাহ, আমরা তাকে মুক্ত জীবনে ফিরিয়ে আনব।" বক্তব্য শেষে বিশাল বিক্ষোভ মিছিল শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন, যা পুরো এলাকায় ব্যাপক সাড়া ফেলে।