
তৌহিদ : মাগুরার শ্রীপুর নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সকালে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য নবায়নের আবেদন ফরম বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও শ্রীপুর উপজেলার সার্চ কমিটির টীম প্রধান খান হাসান ইমাম সুজা এ সদস্য নবায়ন আবেদন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ারদার, জেলা বিএনপির সদস্য গোলাম আজম সাবু ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম জানান, উপজেলার ৭২টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ১০০টি করে মোট ৭ হাজার ২০০টি সদস্য নবায়ন আবেদন ফরম বিতরণ করা হবে।










