
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী (২০২৫) কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা কৃষি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকার। মেলার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় পারিবারিক পুষ্টি বাগান,ভার্মি কম্পোস্ট উৎপাদন,খামার যন্ত্রপাতি,ধানের আধুনিক জাত ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৩টি স্টল কৃষি প্রযুক্তি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। যা আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষ্ণ রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল উল হক, উপসহকারী কৃষি অফিসার মোসলে উদ্দিন, জিনারুল ইসলাম, আল হেলাল উদ্দিন, জাহিদুল ইসলাম, আশরাফুল আলম,আব্দুর রফিক, শারমিন আক্তার, কৃষকদের পক্ষে আহসানুল হক, জাহিদুল ইসলাম,কৃষানী মনিরা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কৃষকরা। উদ্বোধন শেষে প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।










