১৪ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ: শুক্রবার রাত ৮টার দিকে প্রকাশিত হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরে ‘ঐকের ডাক’ নামে একটি নতুন যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সম্প্রতি সংগঠনটির আনুষ্ঠানিক কমিটি গঠন করা হয় এবং এই উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সদস্যরা জানান, সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, যুব কল্যাণ এবং ঐক্যবদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করবে।