আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন জামায়াতের জরুরি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার কুমারী ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা আবুবকর সিদ্দিক বাবলু এ-র সভাপতিত্বে বিকেল ৫ টার সময় সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম এ-র সঞ্চালনায় এক জরুরী দায়িত্বশীল সমাবেশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি কাসেদ আলী। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নের আলোকে কেন্দ্রভিত্তিক পরিচালক মনোনীত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন নম্বর কুমারী ইউনিয়ন শাখার যুব বিভাগের সভাপতি সেলিম হোসেন। অর্থ সম্পাদক সাইদুল ইসলাম। ওলামা বিভাগের সভাপতি মাওলানা তাজমিনুর রহমান এবং আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সভাপতি সেক্রেটারি ও অর্থ সম্পাদকগন। সার্বিক সহযোগীতা করেন সেক্রেটারি আলতাফ হোসেন।