
তৌহিদ, উপ -সম্পাদক; গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের তিলখড়ি এলাকা থেকে আল আমীন কাজী (৩৬) পিতা ইব্রাহীম কাজী নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী বিকাল ৪.৩০ টার সময় বিএ -৭৩৩২ লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু পিএস সি অধিনায়ক ১৪ বীর এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্প ১৪ বীর কতৃক একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএ ১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলক অংশ গ্রহণ করেন।অভিযানে একটি একনালা বন্দুক,এক রাউন্ড তাজা বুলেট,১৪ টি ধরালো অস্ত্র এবং ৪ টি ঢাল সহ আল আমীন কাজীকে গ্রেফতার করা হয়
ভিউ: ২৯৭










