
পুটিমারি বাজার ব্যাবসায়ি সমিতি লিঃ২০২৫নির্বাচন অনুষ্ঠিত।বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিরামহীন ভাবপ চলে ভোট ,মোটভোট ১২২টি ভোটের মধ্যে ১১৭ টি ভোট কাস্ট হয়। পাঁচ টি পদে ১০জন প্রথী প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি পদে মোহাম্মদ মাসুম ৬৮ভোট পেয়ে বিজয় হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম ৪৮ভোট পান,সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকন সরদার ৫৬ ভোট পান, কোষাধক্ষ্য পদে ওসমান ৬৯ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওবায়দুল ৫৪ ভোট পান।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃ মনিরুল ইসলাম নির্বাচনকালীন সময়ে পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিউ: ২৮৭










