রুহুল আমিন রুকু, কুড়িগ্রামঃ গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা ওলামা লীগ সভাপতিকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করছে পুলিশ। জানা গেছে, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে গিয়ে আওয়ামী লীগ, যুবলীগ , ও ছাত্রলীগের নেতারা লাঠি ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ২০২৪ ইং ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১শ ৮০ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। উক্ত মামলায় উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান কে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে পুলিশ গ্রেপ্তার করছে। তিনি উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি বলে জানা গেছে।
উসিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।