
তৌহিদ; মাগুরাতে প্রায় তিন বছর আট মাস পর মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেলেন সাংবাদিক আশরাফুল আলম সাগর। ২০২১ সালের আগষ্ট মাসে সরকারী আশ্রয়ন প্রকল্পের ঘরের অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মামলার শিকার হন সাংবাদিক সাগর।ঐ সময় তিনি দৈনিক খবরে মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি মাই টিভির মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মাসফিকুল ইসলাম মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী এ রায় দেন। তথ্যটি নিশ্চিত করেছে সাংবাদিক আশরাফুল আলম সাগর ও তার আইনজীবী মঞ্জুরুল ইসলাম মজনু।এ সময় রাষ্ট্র পক্ষের আইনজীবী ইসফাত আরা টুম্পা( এপিপি) উপস্হিত ছিলেন। সাংবাদিক আশরাফুল আলম সাগর এর আইনজীবী মঞ্জুরুল ইসলাম মজনু বলেন,সাংবাদিকদ আশরাফুল আলম সাগরের উপর আনিত সকল অভিযোগের কোন সত্যতা না পাওয়ায় আদালত তাকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে।










