মো গোলাম কিবরিয়া ;
নড়াইলের লোহাগড়ায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন রবিউল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ী। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিতালী স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা রবিউল ইসলাম মুন্সিকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত রবিউল ইসলাম মুন্সি লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামের মো. হাফিজুর মুন্সির ছেলে। তিনি লোহাগড়া বাজারে মুরগি ও মুদি ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে মিতালী স্কুল এলাকায় পৌঁছালে ৫-৭ জন দুর্বৃত্ত তার পথরোধ করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, হামলাটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।