
এম.টুকু মাহমুদ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সামাজিক দন্দে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোশারফ হোসেন(৩৩) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুপক্ষের দ্বন্দের জের ধরে এই সংঘর্ষে উভয় পক্ষে ৭ জন আহত হয়েছে। মংগলবার (১১ফেব্রুয়ারী) উপজেলার হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন হাকিমপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে। আহতরা হলেন খবির মণ্ডলের ছেলে নাসির,হানেফ আলী,আঃ খালেক। বিলাত আলীর ছেলে আরব আলি, আঃ খালেকের ছেলে রবিন, আব্দুস সোবাহানের ছেলে কাওছার মণ্ডল এবং তার ভাই আব্দুল আলিম। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিতসারত রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী জানান, নানা বিষয়ে সামাজিক দ্বন্দের জেরে সোমবার রাতে বিএনপির দেলোয়ার হোসেন ও সাঈদ সমর্থকদের মারামারি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে হাকিমপুর ব্রীজের উপরে এই সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মোশারফ হোসেন নিহত হয়। দুলু গ্রুপে ৫ জন এবং সাঈদ গ্রুপে ০২ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানান,ধর্মীয় সভাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে নিহতের ভাই দবিরের অভিযোগ সকালে তার ভাই নিজের কলা গাছ ক্ষেতে গেলে তার উপর প্রতিপক্ষ সাঈদের নেতৃত্বে আক্রমন করে এই ঘটনা ঘটায়।
এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ(ওসি) এম এ রউফ খান জানায়, তুচ্ছু ঘটনা নিয়ে ঐ পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। তবে মোশারফ নামের এক জন নিহত হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আইন শৃংখলা বাহিনী মতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।










